Balmiki Ramayan Saranubad Religious Book by Rajsekhar Basu

Balmiki Ramayan Saranubad Religious Book by Rajsekhar Basu

Balmiki Ramayan Saranubad (বাল্মীকি রামায়ণ সারানুবাদ) by Rajsekhar Basu.






'বাল্মীকি রামায়ণ সারানুবাদ' ধর্মীয় গ্রন্থটি লিখেছেন লেখক রাজশেখর বসু (Rajsekhar Basu)। এই ধর্মীয় গ্রন্থটিতে (Religious Book) সুন্দরভাবে রামায়ণের সারমর্ম বিশ্লেষন করেছেন।


গ্রন্থ পরিচিতি:
সপ্তকাণ্ড রামায়ণ নিয়ে ভারতীয় সাহিত্যে আনন্দ-উচ্ছ্বাসের শেষ নেই। প্রাচীন গ্রিসে যেমন ইলিয়াড ও ওডিসি আমাদের ভারতবর্ষে ও তেমনি রামায়ণ মহাভারত সমগ্র ভারতের হৃদপদ্মস্বরূপ কালান্তরে কাব্য আপামর ভারতবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে, নিঃসন্দেহে ভারতীয় মনীষীদের এ এক অনন্য নিদর্শন। সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে দ্বিতীয় শতকের মধ্যে রামায়ণ রচিত হয়েছিল। মনে করা হয়, মহাভারতের মতো রামায়ণেও তেমনি বহু কবির রচনা - যারা তাদের স্বকল্পিত রচনাগুলিকে আদি কবি বাল্মিকীর রামায়ণে আত্মগোপন করিয়েছেন। যে কারণে মূল রামায়ণের সাপেক্ষে প্রচলিত রামায়ণের কলেবর বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে অনেক বেশি।
শ্রীযুক্ত বসু মনে করেন, যুদ্ধকান্ডের শেষে রামায়ণ মাহাত্ম্য আছে তাতেই প্রমাণ হয় যে মূল গ্রন্থ এখানেই সমাপ্ত। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যে এমন বহু গ্রন্থ আছে যেখানে মঙ্গলসূচক সমাপ্তি গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শেষ হয়েছে- যেমন মঙ্গলকাব্য, মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়, কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত ইত্যাদি।
লেখক পরিচিতিঃ
রাজশেখর বসু ছিলেন একজন বাঙালি লেখক, কৌতুকবিদ, রসায়নবিদ এবং শব্দকোষ। তাঁর ছদ্দনাম পরশুরাম দ্বারায় তিনি বেশি সুপরিচিত পাঠক সমাজে। তিনি মূলত তাঁর কৌতুক এবং ব্যঙ্গাত্মক ছোট গল্পের জন্য পরিচিত ছিলেন এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বাঙালি কৌতুকবিদ হিসাবে বিবেচিত হন। ১৯৫৬ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন। রাজশেখর বসুর জন্ম ১৮৮0 সালের ১ লা মার্চ, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া, কান্দরসোনা গ্রামে। তিনি ৮০ বছর বয়সে ১৯৬০ সালের ২৭ শে এপ্রিল মারা যান।



Book Name : বাল্মীকি রামায়ণ সারানুবাদ - Ramayan (Bengali)
Author : Rajsekhar Basu
Publisher : M.C.Sarkar & Sons Private Limited (1 January 1947)
ASIN : 8171571298
Language: : Bengali
Item Weight : 530 gm
Book Cetegory- Religious Book.







0 Response to "Balmiki Ramayan Saranubad Religious Book by Rajsekhar Basu"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel